যে তোমারে ভালোবাসার কথা কইয়া ছাইড়া গেছে
বন্ধু! তার জন্য তুমি কাইন্দো না।
তরমুজের লাহান ঠোট গুলারে ধীরে ধীরে
নিকোটিনের মায়ায় পুড়াইয়া দিয়ো না।
বিপিনগঞ্জের বাজার থেইকা
বাজান আমার লাইগা ছোট্টবেলায় যে
খরগোশের বাচ্চা আনছিলো;
সাদা নিষ্পাপ ফুটফুটে বাচ্চা।
স্কুলে না গিয়া আমি তারে সঙ্গ দিতাম
নিজের খাবার তার মুখে লঙ্কা কইরা তুইলা দিতাম
দিন পার হইয়া মাগরিব যে কখন হইয়া যাইতো
আমি টের পাইতাম না।
আম্মা বকাবকি করতো, আব্বায় দিতো আস্কারা।
মাঘ মাসের শীতের এক সকালে উইঠা দেখি
রাজ্যে তো আর রাজা নাই! আহ!!
বঙ্গদেশে বসে আমি বেদুইন হইয়া গেলাম।
সেইদিন কি আমি কম কানছি কও?
দিনশেষে কবিতা ছাড়া আর পাইলাম টা কি?
সেই সুসঙ্গ, সেই সোমেশ্বরী
খালি কিছু ট্রাক আর পাতি নেতা বাড়ছে দেশে।
তোমারে যে ছাইড়া গেলো তার পথে আর চাইওনা।
শক্ত হও, জান্নাতের সামিয়ানা সাজাও; বন্ধু।
যে তোমারে ছাইড়া গেছে তার জন্য তুমি পুইড়ো না
দুনিয়ায় কয়লা হইলে আখিরাতে গিয়া
তা আরো বেশি পুড়বে বন্ধু।
সেই সুযোগ দিওনা। তার জন্য তুমি কাইন্দো না।