প্রেয়সীর কবরীতে নেই কোনো গোলাব
                     সাফুয়ান!
     মিছে কেন মতিভ্রমে জাগিবে তিমির রাত্রি
             দেখিবে আর কত খোয়াব।।।
  
         শরাবের মাদকতায় স্বর্গীয় ভূমি আজ
     বিদেশি পানকৌড়ির সঙ্গে করে মৌন প্রণয়।।
    
     পশ্চিমের বায়ুতে ঐ যে হলো মস্তক অবনত
          ইদলিবের পিছু ছুটে গোপন এজিদ
স্বদেশী দেখে বাড়ে অভিমান প্রিয়তমা! ভীষণ ভয়।।
                
  বুশরায় কোন ভুলে এতকাল প্রণয়ে জড়ালো
                 জলজ অক্টোপাস।।
পিতার ঔরস‍‍্য ভুলে যুবারা হয়েছ পরদেশীর দাস।।।

               ফোরাতের ঢেউ পদযুগল
        অবনত করে মোরে করে  মৌন তিরস্কার
      হে শামের কণ‍্যা!  সময় হয়নি কি  তোমার
           কোষমুক্ত করার  সেই জুলফিকার।।

            জিলবাব কণ‍্যা! মহিমান্বিত রাত্রে
      ঐ দেখো কে হানিছে দুয়ারে  করাঘাত
        দামেস্কের অভিমুখে প্রেয়সীর খোপায়
       গুজে দিতে আসাদের  বাগিচার গোলাব।।।

                  চাঁদের বুড়ির ভুল
      প্রাচীরঘেরা বাগিচায়  তরুণ-তরুণীরা
       রক্তিম  হেসে-খেলে খায় দু দোল দুল।।
       সবর! দামেস্কের জয়নব ;  হয়োনা আকুল
      সিরিয়ায় ফুটে উঠবে ভোরে গণভবনের ফুল।।