মাগরিবের আজানের সাথে সাথে
          জেগে উঠে সায়েদাবাদের নহর
  আসমানী  কাফতানে ছেয়ে যায় ঐ ঢাকার শহর
              
             ওজুর পানির টুপটাপ শব্দ,
         ঐ বুঝি তাকবির ছুটে গেলো হায়
খোদার মুহিব্বিরা নত হয়ে  যেই সিজদায় যায়
তুরাগের পাড়ে সমস্ত উজ্জ্বলসন্তানেরা ফানুস উড়ায়
      
                     মেহের জান  
            মাসজিদের শহর যেন আজ
       মনে হলো বুঝি     বারুদের ঘ্রাণ
          এক টুকরো আফগান ঘোরাসান।।
                
             রীতি এই  তমসা ঘন রাত্রিতে
     দিতে হবে  বছরের সমস্ত বেদনা কোরবান।

    দেখো শহরের সুন্দরী মেয়েদের হাসির মূর্ছনায়
   ক্রমশ জারি হয় ছোট্ট চড়ুইয়ের মৃত‍্যুর ফরমান।

    তোমার ফানুস জ্বেলে ক্রমশ উর্ধ্বাকাশে উঠে
               আমিও প্রস্তুত নেই উড়ার।
        
          ভয় হয় ফানুস!  তুমি বুকে  অগ্নি জ্বেলে
              চলে যাচ্ছো যেই খোদার কাছে
                   চলে যেতে হয় কিনা?
       বলুন হেকিম! ছোট্ট চড়ুইয়ের এই শব্দযুদ্ধে
             আয়ু আর কতটুকু  আছে ।।