নাবলুস ছেড়ে কোথায় চলে যাচ্ছো প্রেয়সী
মুহিব্বিরা যে প্রণয় কানন গড়েছে ভূতলে।
এসো, বুলেটের গায়ে মাখা রক্তিম রঙ নিয়ে
তোমার পায়ে আলতা দিয়ে দিই।।
তোমার গুল বাগিচা কংক্রিটের হিংসার নিচে
পড়েছে চাপা; তাই বলে
ফজরের সকালে করে আছো এত অভিমান মুখ।
হাওয়াই জাহাজে চড়ে নিবিড় প্রস্থান নিয়ে
সওয়ার হয়েছো পেতে; কোন সে প্রণয়সুখ।
ইয়াসরিবে কোনো প্রেমিক নেই,
আছে কিছু , প্রমত্ত মাতাল।
পিতার ঐশ্বর্য সেই কবেই ভুলে গিয়েছে তারা
তোমার মান ভাঙাতে আসবেনা কেউ
প্রেয়সী ; কোমল প্রেমময় হাত দ্বারা।।
যতদূর যাও অভিমানী যত পা বাড়াও
বৃথা তুমি দৌড়াচ্ছো এ পথে হায়
দেখো ইয়াসরিব তোমার আগমন দেখে
শত ক্রোশ আরো দূরে চলে যায়।।
ফিরে এসো নাবলুসের এই পবিত্র ভূমিতে
স্বর্গীয় ধূলি দিয়ে করি তায়াম্মুম
নিবিড় চুম্বন দাও যদি গোলাব ফুটবে বুকে
খোশ মেজাজ হবে যারা আছে মাজলুম।।