হায় সুন্দর সকরুণ
আমি পারিনা তোমারে লভিতে
তোমারে পারি না দলিতে কোনো যুক্তিতে।
তোমার অনুচরেরা তোমারে সাহস যোগায়
সুন্দরতর হও, আরো সুন্দরতর
যার নবরূপ কেবলি হবে মহা মুক্তিতে।
তোমারি বিজন কোনে ঘন বর্ষা যখনি নামে
ভালো করে চেয়ে দেখে সুদর্শন যুবা
নবযৌবনা তরুণীর বয়স বিক্রি হচ্ছে যে সস্তাদামে।
পুঁজির দাসেরা বাহবা ধ্বনি দেয়
বন্ধন ছিড়িয়া আরো উন্মুক্ত হও সুন্দরতর হও
খোদায় কি বৃথা দিয়াছেন কণ্ঠনালি
প্রাণ খুলিয়া কথা টুকু তো কও।
মালাকার দূর হতে দেখে সরোবরে ফুটিছে কমল
গোপন প্রিয়ার চকিত চাহনি ওই দেখো
রচিবে অপেক্ষায় কবি দল
শত কমেন্টের ফুলঝুরিতে সুন্দর যখনি বিভোর
ব্যঞ্জনে নুনের পরিমাণ কম কেন
শুনিয়া পতির মুখে পাতে বসিয়া
উত্তরিল যেন ঠিক সাক্ষাৎ নেশাখোর।
হায় সুন্দর সকরুণ
সুন্দর হও আরো, আরো সুন্দরতর
তোমারি জন্যে এই সুন্দর পৃথিবী,
দূর হতে প্রতিহিংসায় শ্যামকালিয়া
বাদ দাও, এটা অভ্যাস ওদের জীবনভর।