দীর্ঘদিবস ব‍্যাপী রিক্ত শূণ‍্য মরুভূমিতে
                আচমকা আসিলে তুমি
      ঢালিলে আপন মোহমায়ায় করুণাধারা

বলেছিলে দুলোক ভুলোকে  রহিবে অন্তর মধ‍্যে
  যেথায় থাকি কভু ভুলিবনা একে অপরেরে ছাড়া
শূণ‍্য হৃদয় ভরিয়া উঠে /হতে পতনের উল্কা তারা।

    ক্ষণিকের পর রওনা দিলে এমনো অগস্ত‍্যযাত্রা
         আমি উপাধিলেম বামন লোভী;

       শশীর দিকে চাহিতে কর্ণচক্ষু সব সহি
    যেই মুখে চুমেছি তোমারে সেই মুখ দিয়া
         এখন তব পাষাণ কিভাবে কহি।।।

   দোষে কোন একজনে সিংহভাগে হতে পারে দায়
            সোহাগের সঙ্গে রাগের মিশ্রণ
        এখানে নাহিকো আর শোভা পায়।।
      
তাতে কি আর /উৎপাটিত  হইয়াছে কন্দের গোড়া
        আমি তো জানি,  কি হারাইয়াছি আমি
  আর ত হইবেনা কভু     ভগ্নহৃদয় জোড়া।।

হায় আদম!খোদার পৃথিবীতে আবার একেলা তুমি।
       ইভ আর আসেবিনা অপেক্ষায় থেকোনা!
  অদৃষ্টের খন্ডনে তুমি এক ভীষণো কপাল পোড়া।।