খোদার শত  মিনার গড়ে
তারি নিচে কতশত খোদার সাহাবিকে দিয়েছো চাপা
         তাজা কিশোরের রক্তে করেছো ওজু
   সাজিছো সাচ্চা মুমিন, দরবেশেরি প্রিয় আপা।

চোখ মেলে দেখো,শুধু  কৃষক-শ্রমিকের সন্তান নয়    
কাঁধে কাঁধ রেখে আদুরের দুলালেও নেমেছে মাঠে; সজোরে দিচ্ছে হাক /পাল তুলে সওয়ার হয়েছে
                বাহাদুর শাহ ঘাটে।

          এ রক্ত সমুদ্র পাড়ি দিতেই হবে,
            নোঙর ফেলছে নওজোয়ান;

           টুটি ধরো চেপে হে বীর সেনানী  
          সবে মিলে  করো রাণীরে ঘেরাও
জাদুকরীর বিষাক্ত নাও সবে কূলে এনে ভেড়াও।।

    যেন এ চব্বিশের  জুলাই পিছু হটানোর নয়
         বুলেটের চুম্বনে প্রেম হবে প্রিয়তমা,
হাতে হাতে আসো মিছিলে /প্রণয়ে বাড়িবে অভয়।।
        
        রক্তিম লাল যেন আরো হবে রক্তিম লাল
ভায়েরি রক্তে ডুবে মরিবে খুনী,রচিত হবে মহাকাল
      
      মাভৈঃ! বন্ধুবর, কাজোগরি জেগেছে আজ  
              উঠিবে নতুন হিলাল
           স্বজনপ্রীতির কালিমা মুছে
নতুন ভোরে আযান দিবে দেখো বঙ্গদেশের বিলাল।