বাংলার সব ছাত্র জনতা এক হয়েছে এক
যৌবনের ঐ টগবগে ক্ষোভ/ঢেলে দিচ্ছে রাজপথে
খুনী রাণী চোখ মেলে ঐ চেয়ে দেখ।
আর নয় মৌনতা,ভীরুতা আর নহে ক্ষমা
কত বুলেট লেগেছে আমার
ভাইয়ের বুকে, বোনের শরীরে
ফ্যাসিস্ট, তোর হিসেব দিতে হবে জমা।
ঘুমন্ত পদ্মা যমুনা, কিংবা ধোলাই খাল
পর্যবেক্ষণে দেখো উত্তর থেকে দক্ষিণ
হে বঙ্গমা, আমারি ভাইয়ের রক্তে
আসমান হয়ে গেছে লালে লাল।।
ভেঙে ফেলো হে নবীন কিশোর
সোনার বাংলার ষোল বছরের ঘুমঘোর।
কিসের কার্ফু, নওজোয়ান করো চলি লংমার্চ
মসজিদ,তব মন্দির,সব এক হও,যত আছো চার্চ
উল্টে দাও যত ব্যারিকেড,জনসমুদ্রে জেলের তালা
মাগো! আর সহিবনা পা-চাটা দের জ্বালা।
নবীন কিশোর যদি চাও নবযৌবন/ফেলে দাও দাড়
ভরা নদীতে ডুবাও তরী
রাণীর দস্যুরা যেন হয় পরাজিত,
কোনমতে না হয় গাঙ পার।