যদি এমন হতো,
পরিচয়টা আবার নতুন করে হতো,
তুমি অভিমান ভুলে যেতে,
আমি আমার করা খামখেয়ালি ভুলে যেতাম।।
দেখা হলে রাস্তায় কখনো পুরোনো পরিচিতির মতো,
তুমি একটু হাঁসতে, আমিও একটু হাঁসতাম,
জিজ্ঞেস করতাম জীবনের হাল-চাল,
তোমারও জবাবে থাকতো সবই ভালো
                    কথা শেষ হতেই,
তুমি তোমার ব্যাক্তিগত চিন্তা-ভাবনায় মিলিয়ে যেতে
আর আমি, আমিতো ঐ একি,
আবার তোমার খেয়ালে বিলিয়ে যেতাম।
বিষয়টা এমনো তো থাকতে পারতো,
আমাদের দেখাও তো হতে পারতো,
হতে পারতো কথাও আমাদের,,,।