আমি প্রকৃতি হয়ে মিশে যাবো তোমার সাথে,
বৈশাখের বৃষ্টি হয়ে নেমে যাবো তোমার কাঁধে।
বাতাশ হয়ে কখনও তোমার চুল ছুয়ে নেব,
যখন হাঁটবে তুমি বিকেল বেলা মেঘলা পথে।

শীতের নরম রোদ হয়ে, জানালা দিয়ে
              তোমার গাল ছুঁয়ে নেব,
বসন্ত হয়ে এক অনুভব নিয়ে, হয়তো কখনও
              তুমি-ফুলে মিশে যাবো,
কখনও শান্ত রাত হয়ে, নিরব আঁধারে
          তোমার হৃদয়ে নেমে যাবো,
হয়তো এভাবেই কোনো বিকৃত খেয়াল হয়ে
চির-নিশ্চুপ তোমার না তেই থেকে যাবো ।।।