মনোগত ভালো মন
বাহিরে তৃপ্তি,
সুখে আছে সেই জন
মনে যার দীপ্তি।

স্বার্থপর যেই জন
সেই তো দুর্জন!
হয় যে পিশাচ সদা
তারে করি বর্জন।

এক সাথে এসো সবাই
সমাজটাকে সাজা্‌ই,
সবার সুখে সুখী হয়ে
সুখের সানাই বাজাই।

ঢেলে দেই মনের কোঠায়
আছে রং যত,
এসো না সবে মিলে
হই সুসংহত।

চির মানবতার বাঁধনে
গড়ে তুলি  নিটুল বন্ধন,
অসহায় দুখী'র কপালে
এঁকে দেই সুখচন্দন।