কবিতা হোক স্নেহ বন্ধন
তোমার আমার মাঝে,
কবিতা হোক কথোপকথন
প্রিয় সন্ধ্যা সাঁঝে।

কবিতা হোক প্রণয় কানন
প্রিয়ার সঙ্গ নেয়া,
কবিতা হোক সোহাগ নদে
ভালোবাসার খেয়া।

কবিতা হোক কোকিল কণ্ঠে
ভালোবাসার গান,
কবিতা হোক সুখে-দুখে
মান-অভিমান।

কবিতা হোক কিশোর বেলা
হারিয়ে যাওয়া দিন,
কবিতা হোক সুখের কথায়
ফিরিয়ে দেওয়া ঋণ।

কবিতা হোক হাস্নাহেনা
সুরভী মাখা হাওয়া,
কবিতা হোক তোমার-আমার
সুখের ক্ষণ পাওয়া।

কবিতা হোক মনোকাননে
সুরভী মাখা ফুল,
কবিতা হোক তোমার-আমার
ভেঙ্গে দেওয়া ভুল।

কবিতা হোক শ্রাবণ রাতে
অঝর ধারায় বৃষ্টি,
কবিতা হোক একটি জাতি
সুখে থাকার কৃষ্টি।