"ফুলের সুবাস" মনের মাঝে
থাকবে না- সে কি হয়!
ফুল ফুটিয়ে মন মাধুরি
ছড়িয়ে কেন নয়!

মনের কালি' মুছে দিয়ে
জোছনার আলো জ্বালি;
সুখটাকে আজ বিলিয়ে দিয়ে
সুখের দোলায় দুলি।  

যেমন করে রাতের তারা
মিটি মিটি হাসে;
শিশির বিন্দু মুক্তার মত
জ্বালে আলো ঘাসে।

তেমনি করে মনের জোছনা
জ্বালিয়ে চলি এসো।
অন্যের সুখে সুখি হয়ে
মনটা ভরে হাসো।

হিংসা কেন মনের মাঝে
আগলে তুমি রাখ!
অহিংসা যে কত মধুর
ভালোবেসে দেখ।

যাকে তুমি হিংসে কর
ভালো তাহার দেখে;
হও না নিজে আরও ভালো
দ্বেষটা দূরে রেখে।

মন্দ'টা কে নিন্দা করে
এসো সবাই ঠেকাই;
সমাজটাকে সুন্দর করে
চলো সবাই দেখাই।