হায় একটি সোনার মেয়ের অাশায়
দিন কেটে যায়
যাকে ভরিয়ে দিতে চেয়েছিলাম
নির্মোহ ভালবাসায়।
কি অদ্ভুত নিয়মানুবর্তিতায়
সময় বয়ে যায়
সোনার মেয়ে অামার ঘরে অাসার
সময় কি না পায়???
হায় একটি সোনার মেয়ের অাশায়
কত গোলাপের সৌরভকে
পিষেছি পায়ে,
স্কুল কলেজ পেরিয়ে
বিশ্ববিদ্যালয় ও প্রায় শেষ হয় হয়
কিছুু দিন পর সমাবর্তন
একটি সোনার মেয়ের অাশায়।
শিক্ষা জীবনের পাট চুকিয়ে
কর্মজীবন শুরু হয়
চাকরীর সাথে সাথে বয়সটাও বুড়ো হয়
তবুও অামি বেঁচে থাকি
একটি সোনাে মেয়ের অাশায়।
এদিকে পরিবারের যন্ত্রনায় বেঁচে থাকা দায়
এবার বিয়ের পিঁড়িতে না বসলেই নয়
ফুলশয্যার রাত কেটে যায়
সীমাহীন যন্ত্রনায়
একটি সোনার মেয়ের অাশায়।
বছর দুয়েক পেরিয়ে গেল
তার পর ঘর অালো করে অামার মেয়ে এলো
দেখতে দেখতে সে মেয়ে বড় হয়ে গেল
অামার দেহ পতনের শব্দ শুনতে পায়
একটি সোনার মেয়ের অাশায়।
মেয়ের বিয়ের বছর না ঘুরতে
কোন এব শীতের সকালে
চায়ের পেয়ালা হাতে শুনতে পেলাম
অামি নানা হয়েছি,
হঠাৎ চাপা কোন উত্তেজনায়
শরীরের লোহিত কনাগুলো উদ্দিপ্ত হতে চায়
কিন্তু বিধি বাম
শরীরের সাথে সন্ধি করার
ফুসরৎ না পায়।
এভাবেই দিন বয়ে যায়
একদিন মৃত্যু এসে দুয়ারে দাঁড়ায়
হায়!!! একটি সোনার মেয়ের অাশায়।।।।