ফাগুনের এই অাগুনঝরা দিনে,
বনধু বল অাছি কি তোমার মনে,
রক্তাভ গোলাপ খোপায় দিয়ে
বেরিয়েছিলে কি সখি
অপর কোন সখার সনে,
নিষ্ঠুর এই দেয়াল
ফুলের ঘ্রাণ বোঝেনা
সে কারও কাছে
ভালবাসাও খোঁজে না।
বহুকাল ধরে খুঁজে চলা
পিপাষার্ত ভালবাসা
চার দেয়ালের এই শূন্য ঘরে
মেটে কি অাশা?
প্রেয়সীর ঠোঁটে এক টুকরো
কামার্ত চুম্বন
সে নেশার চেয়ে হতে
কি পারে সুমিষ্ট ইয়াবা
হেরোইন কিংবা কোকেন???
সারাদিন অামি  অপেক্ষার
সাথে খুনসুটি করেছি
তুমি অাসবে
বাসন্তী রংয়ে হাসবে,
দেয়ালের ওপাড়ে দাঁড়াবে
অামার চোখে চোখ রাখবে,
কাঁদবে।।।