নির্মল এই বায়ু শস্য শ্যামল মাঠ,
আছে এই বাংলায় সোনালি আঁশ পাট।
আছে বাংলায় সবুজময় দুর্বাঘাস,
রয়েছে বাংলায় নানান ফুলের বাস।
ভোরে পাখিসব করে কিচিরমিচির,
শীতে তৈরি হয় কোরমা,পোলাও ক্ষীর।
সূর্যের আলোয় হয় বাংলা আলোকিত,
নেই কোথাও মৃদু ছায়া বাংলার মত।
জসীম উদ্দীনের দেশ এ বাংলাদেশ,
আছে স্নিগ্ধ ছায়ার বৃক্ষের সমাবেশ।
আছে পদ্মা মেঘনার মতো দীর্ঘ নদী,
আছে সুরমার মতও বিরল নদী।
বাংলার পাখিরা এসে কানে কানে কয়,
বাংলার মত সুন্দর আর কোথা নয়।