অন্তরের আঁখি,
খুলিয়া দেখি।
নীল আকাশে ওড়ে,
কত সব পাখি।
ওহে আমার বাতাসী,
থাকিস কোথা তুই।
মোর এই হৃদবাগানে,
ফুটেছে কত জুঁই।
যদিও তুই
চাহিস না হেথায়,
হাসি-ঠাট্টা
তোর সব কথায়।
তোর আঁখি,
শুধু চাহে সেথায়।
অন্য সুন্দর একটা পাখি,
বসে আছে যেথায়।
চাহিস না এদিকে,
তুই কোনরকমে,
কোস না কোনো কথাও
এ শীত মনোরমে।
এ অন্তরে শুধু বায়ু বয়
জ্বালে অদৃশ্য আগুন,
মন শুধু তোর শুধু সেথায় রয়,
যেথায় রয়েছে তোর ফাগ...
তাকাস তখনই মোর দিকে
যখনই মনে পরে কোনো কাজ,
দিস তখনই ওই হাসি ফিকে
দেখিয়ে তোর ওই অদ্ভুত সাজ।
জানি না এ কোন
বিশ্বমাঝার,
হয় না যেথায়
স্বপ্ন সাকার।
মনে হয় শুধু
চাহিস তুই আমায়,
তবুও তোর চাহনি
থাকে সেথায়।