জাতীয় অভিসম্পাতে নাম ছিল
সংরক্ষিত ব্যাথার প্রবাহ জনরোষ।
ভাজা মাছের মতো শিশুর দেহ দেখে
যদি না ঝলসে ওঠে কলম, তবে কিসের কবি ?
ভালোবাসায় জন্ম নেওয়া সন্তান যদি সুরক্ষিত না হয়
তাহলে কেন প্রেম কেন কবিতা ?
ক্ষমতার বিপরীতে লাল চোখ দেখাতে পারা
অক্লান্ত কলম ও কবিতা,
সংবেদনশীলতায় বিদ্যুতের মতো ঝলসানো
গিলোটিনে মাথা রেখে ঠিকরে ওঠে শব্দ
অভুক্ত পেট ,শুকিয়ে যাওয়া থুতু
ঘেন্নায় বমি অথবা থুকে দিতে পারে সে কবি।