সবুজ পাতায় হলুদ আভা পথ দেখিয়ে ছিল
এখন সময় জুড়ে অনেক দুরে বাস করি।
যদি বিষয় মলিনতা ফিরতে বলে।
আমি কাস্তে হাতে ত্যাগী ব্রহ্মচারী ,
তবে নীল নদে আকাশ ছিল
সাথে দেখেছিলাম জলপরী।
জানালা হতে ঝাঁপিয়ে ছিলাম
তাই ফেরার পথ সন্ধান করি।
মন জানে জীবাশ্ম মানে প্রাক্তন
কংক্রিট রসায়নকে ডুবতে দেয় না।

           -----