কতটা পথ হাঁটলে ? ক্রমশঃ কাছে চলে আসবে
সৈকত পেরিয়ে ভাসতে গেলে
মিলন সম্মুখে দাঁড়িয়ে ডিঙির স্বপ্নে আসন্ন দিন রাত
সাঁতারু কোথায়? ব্যাপকতায় যা কিছু সবই ভষ্ম
পূনরায় আবর্তনে দিক-শূন্য।
কাটতে কাটতে সমস্ত কিছু ছেদ হয়ে গেছে
আর কতগুলো মাথা বাকি?
শিরদাঁড়া মচকে দিলে কি হতো না?
দাঁড়িয়ে থাকা সভ্য জাতির যৌনতা পরিসংখ্যান
চিতায় দাঁড়িয়ে রবিঠাকুর হতে দেখি না আর।
কাঁকড়াবিছার উত্থান মুখে পরস্পরের স্ব-দেহ
দাবির মুখে বিশ্বমানবতা মেটামরফোসিসের চরম বাস্তবতা।
ইউটোপিয়া আমার না পারা সরলতা
রক্তের নাম চিতায় না ওঠা ব্যাথা।
কতটা পথ হাঁটলে ? ক্রমশঃ কাছে চলে আসবো।