তোমাকে খুঁজি গোধূলি সন্ধ্যায়
যখন সব আলো নিভে যায়
সব কিছু মায়াবী মায়ায়
আধো ঘোর আধো জাগরন
তখন নিয়ন আলোগুলো
জ্বলে উঠতো টুপটাপ টিপটিপ
তুমি হেঁটে আসতে পায়ে পায়ে
চারদিকে রঙ ছড়িয়ে
নীরব কল্পনায় আমার সন্তরন
তুমি কি খুঁজতে আমার
তোমাকে দেখার গোপন আয়না
কিংবা আমার ছায়া তোমার আলোয়
না কি নিজেকে দেখার সুখে
নিতান্ত অবহেলায় দিয়েছো বিসর্জন
স্নানে ভেজা তোমার চুল
ছড়িয়েছে নেশাতুর মৃদু সুগন্ধ
ডুবিয়েছে আমায় মদিরার নদী
মুক্তো দানার মতো ঘাম তোমার অধরে
সিক্ত করেছে আমার নীলাদ্রি গগন
এমন না বলা কথা
জমেছে মনের গোপন কোনে
এমন না জানা অনুভূতি
চাপা পড়েছে সশব্দ হাসিতে
তোমাকে হলো না বলা এসব কিছুই
তুমিও বলনি কিছুই জাগাতে শিহরন
তোমার না দেয়া সুখে
নীলকণ্ঠ হয়েছি বারে বার
আমার দেবার যা ছিলো
বুঝেছো কি কোন ক্ষণে মনে মনে
নিজের করে নিলে না যে তারে
তোমার আমি আজও তাই দীপাঞ্জন
মৌনতার আঁধার চিরে
আজও জাগেনি অস্ফুট কোন বাণী
বীণাপাণি দেয়নি ভাষা কঠিন মর্মরে
জানা হলো না তোমার না বলা ভাব
ধরা হলো না তোমার চিবুকের ছায়া
মাপা হলো না তোমার চোখের গভীরতা
শুধু রয়ে গেলো তোমাকে চাওয়া আমার সঙ্গোপন
৩ মার্চ ২০২৩