লেকের কালো জলে খেলা করে
সোডিয়াম বাতির হলদে আলো
তাকিয়ে থাকি দীর্ঘক্ষণ।
মনে পড়ে
বুড়িগংগা নদীর জলে খেলা করা
দ্বাদশী চাঁদের মায়াবী রঙ।
লেকের কালো জলে হলদে আলোর খেলা
মনে বুড়িগংগা নদী।
সংবিত ফিরে পাই গাড়ির কর্কশ হর্নের শব্দে।
কানে ভেসে আসে ফেরিওয়ালাদের নিরন্তর শব্দ-কথা
পথচারীদের উচ্চস্বর আলাপ
আর তারহীনযন্ত্রে তারস্বরে পরিবেদন।
আবার মন দেই লেকের কালো জলে -
মনে হয় অতল জল
ঠাই পাওয়া যাবে কি একবারে!
ছুয়ে আসতে পারবো কি এর বুক এক শ্বাসে।
হিজল গাছের ছায়া পড়েনি লেকের বুকে
শুধু রেনট্রিগুলো পরম মমতায় ছায়া হয়ে দাঁড়িয়ে -
এই সাঝের আলো ছায়ায়।
আবার শুরু করি পথ চলা
নীড়ের পাখির নীড়ে ফেরার তাড়া।
মন জুড়ে লেকের কালো জল
হলদে আলোর খেলা
বুড়িগংগা নদী ডাকে চাঁদের অবগাহনের গানে।
২৮.০৩.২০১২