কবে আবার সমুদ্রে নামবো বলতে পারো
মেঘের মতো ঢেউ ভেঙে আসে সর্বগ্রাসী আলিঙ্গন নিয়ে
ঢেউয়ের আগায় ভেসে আসে চঞ্চলা রৌদ্রকণা, অক্লান্ত আমি
সারা গায়ে মাখি চৈত্রের খরা-ফাটা বুভুক্ষু মাঠের মতো
মুঠো মুঠো ঢেউ আর নেচে ওঠা রোদের কণা
শরীরের পকেটে গুঁজি কেউ কেড়ে নেবার আগে
স্মৃতিরা যখন বিশ্বাসঘাতক হবে মগজে
ব্রুটাসের ছুরি গেঁথে তুলে নেবে তোমার আলিঙ্গনের গন্ধ
তখন আমি শরীর হাতড়ে খুঁজবো সব ঢেউ আর রোদের কণা
আবার কবে সমুদ্রে নামবো রোদমুখী তৃষ্ণাকাতরতায়
মেঘের আচ্ছাদনে ঢেউয়ের ভেলায় ভেসে ভেসে
দুই হাতের মুঠোয় রোদকণা ধরার অপেক্ষায়
নিঃশব্দে ওৎ পেতে থাকবো শ্বাপদের মতো
মগজের অগণিত পকেটে ভরে নেবো অসংখ্য রোদখন্ড
স্মৃতিরা ব্রুটাসের ছুরির মতো বিশ্বাসঘাতক হবার আগেই
১০ মে ২০২৪
কক্সবাজার