রাত জাগা পাখিরা ঘুরে বেড়ায়
শহরের কোনাগুলো ছুঁয়ে হারায়
বাতাসে গা ভাসিয়ে ডানা মেলে
অাধারের ঘনত্বে ডুবসাঁতার খেলে
কখনো বা শিষ দিয়ে মন টানে
আকাশের আরশিতে বাঁকা ভুরু হানে
খেয়ালে বেখেয়ালে নানা গান বাধে
দুজনে দুজনায় প্রেম সাধে
দ্রিমিকি দ্রিমিকি বোলে নেচে ওঠে
মিলনের পিপাসায় অসীমে ছোটে
তারার আলোয় পথ খুঁজে নিয়ে
মনের আঙিনায় মন বুঝে নিয়ে
গায়ে লাগিয়ে মন্দ ভোরের হাওয়া
রাত জাগা পাখিদের কুলায় যাওয়া
আমাদের মন সে তো রাত জাগা পাখি
চাঁদের জোছনা মেখে করে ডাকাডাকি।

১৯.০৪.২০২২