পূর্ণিমা চাঁদ আজ নক্ষত্র যাত্রায়
পথের রেখা এঁকে দেয় ধাবমান ধূমকেতু।
অপার্থিব অন্ধকারের চাদর
মনে করিয়ে দেয়
কেউ একজন আলো জ্বালিয়েছিল দুঃসময়ে।
পথের যাত্রায় তাড়া নেই
গন্তব্য নিশ্চিত জানা আছে।
কক্ষপথের চলার পথ নিয়মবাঁধা
একবার বিচ্যুত হলে যে আর রক্ষে নেই
একেবারে অন্তহীনতায় ভেসে যাওয়া।
এরকম অজস্র বিচ্যুতি
ঘুরে বেড়ায় মহাকাশের আনাচে কানাচে।
হয় তারা কালো গহ্বরে বিলীন হয়
অথবা বৃহৎ নক্ষত্রের টানে
আছড়ে পড়ে কোন গ্রহের গায়ে
আকাশের গায়ে রংগিন ফুলকি ফুটিয়ে।
তবে নক্ষত্র যাত্রার পথ
সব সময়ই ছঁক বাঁধা নয়
কোন নক্ষত্রে যেতে চায় তা যেমন ঠিক করা
তেমনি অন্য নক্ষত্রের প্রলোভন আর
আকর্ষণ কি করে এড়াবে
সেটাও সমান ভাবে জরুরি -
এ যেন পথের খেলার অন্যতম পাঠ।
আলোরা এখানে দূরত্ব বেঁধে দেয় না
দূরত্বরাই আলোতে নিজেদের মাপে।
পূর্ণিমা চাঁদের নক্ষত্র যাত্রায়
এমনি পথের রেখা
মনে করিয়ে দেয়
কেউ একজন আলো জ্বালিয়েছিল দুঃসময়ে।
২৮.০৪.২০১৮
আকাশপথে, ফ্রিটাউন থেকে কাসাব্লাংকার দিকে।