রাজা কহিলেন -
সব কটার মগজ ধোলাই করো!
কোন সাড়া নাই!
আবার হুঙ্কার দিয়া উঠিলেন রাজা -
মগজ ধোলাই করো সবার,
কেউ যেন অমত করে না আমার।
অর্থ দাও ক্ষমতা দাও ধর্ম দাও অধর্ম দাও লোভ দাও লালসা দাও
যা দিয়ে পারো মগজের ব্যবহার বন্ধ করে রাখো
আমি অনন্তকাল গদিনশীন থাকবো
আমিই সব ভালো আমি সব উন্নয়ন
আমিই সব সৃষ্টি আমিই বড় উল্লম্ফন
আমিই জাতির ত্রান আমিই দেশের প্রাণ
আর সব আমার বার্তাবাহক গাবে আমার জয়গান।
মন্ত্রী সভাসদ কোটাল পুরোহিত জল্লাদ সেনাপতি সান্ত্রীসব
সকলেই নীরব
রাজা শুধায়, কেন নাই উত্তর
মন্ত্রী হেসে কয় মহারাজ মহাশয়
মগজ ধোলাই বড়ই জটিল
তার চেয়ে দেখুন ভেবে দিয়েছি সবারে উন্নয়নের ক্যাপসুল
মগজ এখন আমাদের হাতে বন্দী
করেছি সেই ফন্দি
ছেলে বুড়ো কচি খুড়ো মেয়ে বুড়ি কাঁচা খুড়ি
শুধু নিজেরে নিয়ে মত্ত
ভুলে গেছে ভাত পানি নাওয়া খাওয়া আমসত্ব
সকলে যে নার্সিসাস
কদিনেই মগজে গজাবে ঘাস
আর আমরা করবো চাষ
কখনো লাউ কখনো ধান কখনো লাল শাক
কখনো লিচু কখনো আম কখনো আবার আখ
নৌকায় ভরে বাজারে বাজারে জবর বিক্রি হবে
আমাদের কে কি কবে!
শুনে মহারাজ অট্টহাসিতে দিলেন শিবের নাচ
এবার তবে ফাঁকা করে দে কোষাগারের ছাঁচ।
২০ ফেব্রুয়ারি ২০২০