ঢেউয়ের আগা থেকে উঠে আসে কুয়াশার চাদর
যেন মনোলোভা অপ্সরা
সন্তর্পণে পা ফেলে চলেছে রাতের অভিসারে
আপদ মস্তক মুড়ে নিয়েছে রেশমের চাদরে
দেখে মনে হয় দেখা যাচ্ছে কিছু একটা
তারপরই ভ্রমে ভ্রমরিত মনের জানালা
লাইটহাউসটা প্রহরীর সতর্কতায়
অনড় দাঁড়িয়ে পাহাড়ের মাথায়
তীব্র আলোর চাবুক হাতে
আজ কিছুতেই দেবে না পার হতে
কুয়াশা অপ্সরাদের তার সীমানা
চপলা কুয়াশা
নি:সংকোচ আলিঙ্গনে বাধে নি:সঙ্গ লাইটহাউসটাকে
শুষে নেয় প্রহরীর সব একাকীত্ব
একাকার আজ কুয়াশা আর লাইটহাউস
অদম্য মিলনের তীব্রতায়
আলোর চাবুক ঘুরে চলে মদিরাগ্রস্তের ছন্দে
প্রেমিকের কোমলতায় ছুঁয়ে ছুঁয়ে যায়
কুয়াশার রেশম দেহ রেখা
শিহরিত শিৎকারের প্রকাশ্য আনন্দে
আর কুয়াশা
তার রেশম চাদরে জড়িয়ে নেয় লাইটহাউসটা
একাত্ম হয় আরও গাঢ়তায়
শতবর্ষের অপেক্ষমাণ শুষ্ক মরুর তৃষ্ণায়
আর ভোরের আলোর শংকায়।

২২ অক্টোবর ২০২১
কক্সবাজার