আজ ভোরে কুয়াশারা মত্ত ছিলো নস্টামিতে
দিন মাটি করে দেবার নস্টামি।
এখনো চেষ্টা চলছে তাদের।
তাদের নস্টামিটা যৌথ প্রযোজনার -
সাথে আছে শহরের ধুলোর মেঘ
সীসা আর কালো সোনা পোড়া ধোয়াসা।
উঁচু সারি সারি ভবনগুলো
ঢাকা পড়ে আছে।
লেকের ঘোলা জল ছায়াহীন কায়াময়।
রংগীন কাঁচে ঝলসায় না কিরণ প্রভা।
কেমন যেন ধুসর স্থবিরতা।
যেন মঞ্চের সব জমকালো আয়োজন
বিদ্যুৎ বিভ্রাটে তোপসে মাছের চোখের মতই ঘোলাটে।
কে নায়িকা আর কে পার্শ্বচরী বোঝা ভার।
এমন দিনে কাজে মন বসানো ভার -
ভাঁড়ের ঘনত্ব আর সোনালি মদের গেলাস
শুধু হাতছানি দেয় বন্ধ কপাটের ভেতর থেকে।
ছাইপাঁশ আরও কত কি।
কুয়াশাদের নস্টামি পন্ড করতে
সূর্যের অবিরাম খুনসুটি -
একটু একটু করে রোদ মাখে
ধুলাচ্ছন্ন গাছের পাতা কালো পীচের রাস্তা
ভবনের লম্বা গলা আর মসজিদের মিনারে।
আমার চারদিক জড়তা ছেড়ে
নেচে ওঠে নটরাজ ভংগীতে।
প্রলয় নাচন নাই বা হলো
কিংবা ঝালরের অবগুন্ঠনের ঘুংগুর ঝংকার।
আমি জানি কুয়াশাদের নস্টামি পন্ড হবে
রবির খুনসুটিতে।
আজ তুমি আসছো ফিরে
আমার বেতাল শহরে
রাজহংসের রাজসিকতা আর
রডোডেন্ড্রনের মৌতাত নিয়ে।
শিমুলের লাল পলাশের লাল
আগুন জ্বালাতে ধুসর প্রান্তরে।

০৭.০২.২০১৮