কে পারে তার ক্ষত আঁচড়ে তুলে আনতে লাল পদ্ম
এক একটি ক্ষত এক একটি ইতিহাস
পড়েছো কি কখনো তার আদ্যোপান্ত -
কি যে বলিস শুকমনি আবোল তাবোল
তোরে আবার ওই পোড়ারমুখী বাঁশঝাড়ের পেত্নিতি ধইরেছে
কলাম যাইসনে সইন্ধে বেলা বাওড়ে পানি আনতি
তা কিডা শোনে কার কতা
ভদ্দর নোকের মতো কি সব আউড়ে গেলি
আগা মাতা কিছু বুজতি পাললাম না
ক্ষত, তার আবার ইতিয়াস
মোদের আবার ক্ষত মোদের আবার ইতিয়াস
পাতিহাঁস পালতি পালতি জেবন চইলে গেলো
ডিম খাবো না ডিম ব্যাচপো তাই দিক কত্তি পারি নে
আর তুই মনে করাতি চাস আমাগের চইলে যাওয়া দিনির কতা
আরে ও আবাগী
তোর মদ্য সামীরি যকন হাড়গিলে মোড়লের লোকেরা
বল্লম দিয়ে খুইচে খুইচে মারিলো ওই বাওড়ের কাদার মদ্দি
তকন থেইকে তুই আর আমি শুধুই ইতিয়াস
পারবি ওই কাদার ক্ষত খুইড়ে বের কত্তি তারে
আর একবার হাঁক দেবে আমার ছেইলে
বাওড় কাঁপবে সেই হাঁকে
হাড়গিলে মোড়লের বাড়ি ওড়বে শনের মতো
আর তার কইলজে ঘোরবে লাটিমির মতো বনবন কইরে
ঘুত্তি ঘুত্তি এইসে পড়বে বাওড়ের মদ্দি
ঘাই মাছের ঝাঁক এক লহমায় ঠুইকরে খাবে
জানটা ঠান্ডা বরফ শেতল হবে
ইতিহাসের ক্ষত খুঁড়লে শুধু হাহাকার মেলে না
ইতিহাসের আঁচড় লাল পদ্মের স্বপ্ন খুঁড়ে আনে।
১০ জুলাই ২০২০