এখানে কেউ নেই
শুধু অসীম শূন্যতা আর
কোরালের কংকাল সারি সারি
ঢেউ ভেঙে পড়ে
নীরব আর্তনাদে বার বার
পাহাড় জেগে ওঠে
রাতের শরীরের উষ্ণ আহ্বানে
নিঃসঙ্গ সারস
খুঁজে ফেরে হারানো শৈশব
সাহসী মাছের ঝাঁক
ভালোবেসে আত্মঘাতী হয়
বিরহী মেঘ ঢেকে দেয়
সূর্যের আলোকাটা মুখ
এক অজানা পথ কাঁদে
পথিকের না-বলা গল্পের বেদনায়
দূরে ভেসে আছে
নারকেলের মাথা দোলানো
ডুবে যেতে নীলে
তোমার সম্মতির অপেক্ষায়

১৮ মে ২০২৪