আমি দুহাত ভরে দিতে চেয়েছি তোমায় পৃথিবীর সব ভালোবাসা
এক জীবনে দেয়া হলো না কোন কিছুই
আর ভালবাসার কাছে চেয়েছি পেতে অনেক কিছু
ভালোবাসায় কি বিনিময় হয়
সব সুখ আনন্দ হাসি ধরতে চেয়েছি হাতের মুঠোয়
আঙুলের ফাঁক গলে পালিয়েছে তারা নি:সারে
অনেক স্বপ্নের পিছনে ছুটে বেড়িয়েছি জীবন ভর
কোন স্বপ্নই ধরা হলো না আমার
না পাওয়ার বেদনায় নীল হয়ে আছে সমস্ত হৃদয়
গভীর থেকে হাহাকার ফুঁড়ে ওঠে যখন তখন
হায় ভালোবাসা হায় আনন্দ সুখ
ফাঁকি দিয়ে চলে গেলো দূরে আমার শূন্য করে
বোকা হৃদয় জানে না সহজ কথা
এক বুকে ততটুকুই ভালোবাসা ধরে
যতটুকু তোমার জন্য রাখা যতটুকু তোমায় ভালোবাসা যায়
তোমার জন্য রাখা সুখ তোমার জন্য আনন্দ
তোমার বুকে হারিয়ে যাওয়া মুখ তোমার সুরের ছন্দ
অনেক পথ ছুটে বেড়ানো হৃদয়
আজ চাওয়া পাওয়ার পাহাড়ের ভারে শ্রান্ত
বেলা শেষের এই পথের ধারে
শেষ আকাঙ্ক্ষা মাথা কুটে মরে
আজ আবার তোমার হাত ধরতে চায় অসংকোচে
ফিরে যেতে চায় সেই সোনারোদ দুপুরে
কোন এক সিঁড়ির ধাপে হেসে উঠতে চায় তোমার হাসিতে
এলে বেলে কথায় কাটিয়ে দিতে চায় সারা বিকেল
তারপর গোধূলি বেলায় ফিরে যেতে চায়
তোমার প্রথম চুম্বনের ছোঁয়া ঠোঁটে লাগিয়ে
এক জীবনে ধরতে চাওয়া অনেক ভালোবাসা
তাতে শুধু জীবন কেটে গেলো পাওয়া হলো না কিছুই
যতটুকু সময় তোমায় ভালোবাসি
এক জীবনে ততটুকুই হৃদয় পূর্ণ করার ছন্দ
যেটুকু সময় তোমার কাছে আছি
সে সময়ের পূর্ণতায় কেটে গেছে পুরোটা জীবন
আজ তাই তোমাকে শোনাতে চাই
তোমাকে পাওয়ার সুর তোমাকে ভালোবাসার গান
তোমাকে খুঁজে ফেরা সব ভালবাসার ভীড়ে
তোমাকে খুঁজে ফেরা সাগর নদী তীরে
ফিরে যাবার মৌন পথের বাঁকে
সন্ধ্যা শশীর নেশাতুর আলোর মায়ায়
রেখে দিয়ো আমার সব ভালোবাসা আমার প্রবল বোধ
আমি নিয়ে যাবো প্রথম ছোঁয়ার সুখ
আমার যত কান্না আমার না পাওয়ার যত ক্রোধ
আমি নিয়ে যাবো তোমাকে ভালোবেসে
রিক্ত হয়েও হৃদয় পূর্ণ করার আনন্দ
১৪ জানুয়ারি ২০২২