উদ্ধত চেতনার মগ্ন মন্থর আবাহন
কম্পিত কলরবে  জানিয়ে যায়
তোমার আসার পথে
নিভৃতে জ্বলে তারকারাজি।
পথে পড়ে থাকে ভাঙা কাপের টুকরো
টিনের মগ চুরুটের ছাই
ভাঙা চুড়ি, বিনুনির ফিতে
ঝরে পড়া চুলের গোছা।
তোমার আসার ডংকায়
পালে লাগে দুরন্ত ঘুর্নির দোলা
হাতুড়ি সচল হলো
অচলায়তনের পাহাড়ে।
কাস্তে শানিত হয়
আগাছার ঝোপে।
পূবের সূর্য উষ্ণতা ছড়ায়
তরুণদের রক্তে বান ডাকতে
মধ্যবয়সীদের হাড়ের জড়তা কাটাতে
বুড়োদের আবার নবযৌবনে হাঁটতে।
বুট জুতোর লাথি
রাইফেলের কুঁদোর  থ্যাঁতলান আঘাত
হঠাৎ হারিয়ে যাবার ভয়
সব ছাড়িয়ে মাথা চাড়া দেয়
অসম্ভব এক সাহস -
মধ্য গগনের সূর্যকে মাটিতে আঁছড়ে ফেলার সাহস।
আরেকটি নতুন সূর্য দেখবে বলে
পোঁড় খাওয়া হাতগুলোয়
ভর করে অসুরের শক্তি।
শুধু অপেক্ষা
কখন আরেকজন চে গর্জে উঠবে
এই বন্ধ্যা মাটিতে
স্মিত হাসি ফুটিয়ে
রাইফেল ঘাড়ে বলবে
চলো এবার আমরা আমাদের ভাগ্য বদলাই।

২২.১০.২০১৮