মুগ্ধতার বেসাতি ছেড়ে উঠে এসো বৃহন্নলা
চেয়ে দেখো পৃথিবী আজ ধ্বংসের বিষে নীলাম্বর।
অর্গল ভাংগার নামে চলছে পুরো বাড়ি ভাংগা
চেতনা বিনির্মাণের নামে মস্তিষ্ক প্রক্ষালণ।
পুরনারী হয়ে উঠছে আত্মঘাতী বোমার বাহক
সজল কিশোর হয়েছে অনুভূতিহীন হন্তারক।
উঠে এসো বৃহন্নলা তোমার কাঁচের আবাস ছেড়ে
উঠে বসো বিভৎস এই বাস্তবতার অলিন্দ্যে,
চোখ মেলে দেখো কিভাবে চলছে জীবন বিনাশী কাজ।
আজকাল সীসার গুলি আর মারনাস্ত্র
পাওয়া যায় দুধের চাইতে কম দামে।
হাড় জিরজিরে শিশুরা
যখন কাঁদতে পারে না খাদ্যের অভাবে
তখন গণতন্ত্র উদ্ধারের নামে
ধর্ম প্রতিষ্ঠার অজুহাতে আর
নিরাপত্তার জুজু তুলে
প্রাণঘাতী লক্ষ লক্ষ গুলি আর বোমা ছোটে।
বৃহন্নলা, তখন তুমি তোমার সোনালী শার্সিতে
খুঁজে ফেরো কপোলের তিল
আর যৌবনের সমৃদ্ধ সম্ভার।
জেগে ওঠো বৃহন্নলা
শীতল ঘুমের গহ্বর থেকে
উষ্ণতার স্পর্শে প্রাণ জাগাও মৃত জনপদে।
আবার সবুজ জেগে উঠুক ধ্বংসযজ্ঞের সমাধিতে
গোলাপ বেলী কামিনী হয়ে উঠুক আরাধ্য
জল কল্লোলে ভেসে বেড়াক হংস-মিথুন
বসুন্ধরা হয়ে উঠুক অলিম্পিয়াসের সোনালী উদ্দ্যান
যেখানে প্রেমের আলিঙ্গনপাশ ছাড়া
আর সব অচল আধুলি।

৩১.০৫.২০১৮
কাম্পালা, উগান্ডা