গোটা একটা গোছানো জীবনের আড়ালে
নিরন্তর খুঁজে ফেরা এক মুঠো অগোছালো অসময়
আবার গোটা একটা অগোছালো জীবনে
খুঁজে ফেরে এক ঝলক গোছানো সময়
গৃহ-সুখে আত্ম-তৃপ্তির ঢেঁকুর তুলতে তুলতে
আনমনে হাতড়ে ফেরে অবাধ বন্যতা
অথচ একাকী পরমানন্দ যাপিত জীবন
থমকে যায় দেখে জানালার আলোয় সাজানো ঘর
প্রতিনিয়ত এমন বৈপরীত্য আর ঐক্যের সংঘাতে
মহাভাব বা চৈতন্যের বাহ্যিক রূপান্তরে কাতর হয়ে
জীবন আগায় না পিছায় বলা মুশকিল
তবু নিয়ত চলমান পরিবর্তনের আকাঙ্ক্ষায়
দিন শেষে রাতের আলো নেমে আসতেই
যে মানুষ হয়ে ওঠে ভোগবাদী কাম-সঙ্গী
রাত পালালেই দিনের প্রথম ছায়ায়
সেই মানুষই একাকী বিছানায় হাতড়ায় মনের আশ্রয়
এমনি পারস্পরিক নিভর্শীলতার পরেও
কখনো বা গুণগত
আর কখনো বা পরিমাণগত অবস্থার নেশায়
দ্বন্দ্ব ও মিলনের স্ববিরোধীয় অবস্থান্তরে চ্যাপটা হয়ে
শরীর-মন ভাসে বাতিল সময়ের গতিশীল বোধ শূণ্যতায়
৭ অক্টোবর ২০২৩
কক্সবাজার