কোন এক ঝিমোনো সকালে
সাদা সাদা পেজা তুলোর রিক্সায় চেপে
ভালোবাসা এসেছিলো চিলেকোঠাহীন একতলা টিনের বারান্দায়
সঘন শ্বাসের ওম উত্তাপে
কেটে ছিলো ঘুঘু ডাকা সারাটা দুপুর
আহত ঘামের সুঘ্রাণ আর আঙুলের মূর্ছনায়
অরণ্যে গোপন তিলের খোঁজে
দুজনের লুকোচুরি খেলা সাদামাঠা কাঠের পাটাতন
ঘুলঘুলির ঝাঁজরি দিয়ে আদুরে রোদের আলপনা
হঠাৎ আলতা রাঙা বিকেল
ঘাতকের অজানা ছুরির মতো বিষণ্ণ হলো
আগমনী অনাদি বিচ্ছেদের আতপ্ত ধুসর বেদনা
কনে দেখা আলোর বিকেলে
আকাশী নীল দ্রুত রথের আরাম কেদারায়
ভালোবাসা ফিরে যায় অধরে উষ্ণতা রেখে
আমার নিঃসঙ্গ সন্ধ্যা রাত
বাদুড়ের নিঃশব্দ সন্তরনে লক্ষ্মী পেঁচার গম্ভীর ডাক
জেগে থাকে আলুথালু অভিশপ্ত বিসরিত বাঁকে।

৩১ মে ২০২৪
কক্সবাজার