আজ আমাদের বাণিজ্য সময়
বার্মা মুলুকে যাবে পাওয়া অঢেল তেল গ্যাস খনিজ
দু চার লাখ নারী শিশু বৃদ্ধা বৃদ্ধ পুরুষ মরলে
কিবা আসে যায়।
ওগুলো আসলে উন্নয়নের আত্মদান।
চীন ভারত রাশিয়া আমেরিকা জর্মান বৃটেন জাপান
সবাই এখন উন্নয়নের আগ্রাসী বণিক।
এদের অসম আকাঙ্ক্ষার কাছে
মানুষের জীবনের মূল্য নির্ধারিত হয় লাভের হিস্যায়।
এই বিশ্ব মোড়লেরা বেচে সুতো থেকে গুলি
উজি কালাশনিকভ এম ১৬ মিসাইল মিনি-এটম ধর্ম
তেল গ্যাস কয়লা সোনা বিষাক্ত সার মানুষের খুলি।
আজকে মারে রোহিঙ্গা
গতকাল মেরেছে কুর্দি সিরিয়ান
গতপরশু ইরাকী ইরানী
তার আগে নাইজেরিয়া কংগো সোমালিয়া রোয়ান্ডা
বসনিয়া আর্মেনিয়া আজারবাইজান চেচনিয়া
মেরে চলেছে দক্ষিণ সুদান কেনিয়া আফগানী ইয়েমেনী
ফিলিস্তিনী আদিবাসী শিয়া সুন্নি বিধর্মী বৌদ্ধ হিন্দু খ্রিস্টান।
সংখ্যালঘুরা কচুকাটা হয় যত্র তত্র
মারণাস্ত্র কারা বানায়, কারা যোগান দেয় আর কেন
আমরা শুধাই না সেসব তত্ত্ব।
হলোকাস্ট চলছে প্রতিদিন কোথাও কোন কোণে
কোণঠাসা মানবতা প্রগতিবাদ নারীবাদ সমতার মানে।
আমরা গাঁজাখুরি গল্পগুচ্ছ শুনে যাই
ধর্মের আফিমে বুঁদ হয়ে পাপোশে পাছা ঘষটাই।
উন্মত্ত বণিকেরা বেচে সব আমার উঠানে
বেচা বিক্রি হবে রোজ হররোজ
যতদিন ছিঁড়ব না আরামের ঠুলি
আর বাণিজ্য দাসত্বের আয়েশি মাদুর।

০৬.০৯.২০১৭