কত কিছুই তো ফেলে এসেছি নিহা
তোমার জন্য জানালার নীচে অপেক্ষার প্রহর
বারান্দার রোদে ফাগুনের কথাকলি
ভাঙা দেয়ালে হেলান দেয়া অসীম সময়
নির্ভাবনায় কাটিয়ে দেয়া হাজারো বিকেল
মধুর ক্যান্টিনের মাখন দেয়া দুটুকরো পাউরুটি
আইবিএ’র ক্যান্টিনের বখে যাওয়া দুপুর
তুমুল গোলাগুলির মধ্যে বন্ধুর হঠাৎ স্থবিরতা
লাইব্রেরির বারান্দায় পায়ে পায়ে ছোঁয়াছুঁয়ি
ডাকসু ক্যান্টিনের সিড়িতে ভেসে যাওয়া ধোঁয়ার ডানায়
গ্যালেক্সি বা পিককে বন্ধুদের বোতল ভাগাভাগি
রাজপথের বৃষ্টিতে নব আনন্দে রিক্সায় অবগাহন
মল চত্বরের সবুজে হেমন্তের মেঘেদের মিতালি
জানা অজানা কত বোন-ভাইয়ের অফুরান ভালোবাসা
বিশ্বাসঘাতক মোটরবাইক আর শীতল ধাতব স্পর্শ
আর কত ফেলে আসবো বলো
যার কারণ আজো খুঁজে বেড়াই নক্ষত্রের জঙ্গলে
ফেলে আসতে আসতে ছেড়ে এসেছি আমার সব অভিমান
কবে শেষ হবে ফেলে আসার অনন্ত জিজ্ঞাসা

১০ মে ২০২৪