নদী,
বৃষ্টি বিলাস আজকাল হয়ে ওঠে না।
মনের মধ্যে মরচে ধরেছে
ঘুন পোকা নিঃশব্দে শুষে নিচ্ছে প্রাণরস -
কবে যে মনটা মিহি গুড়ো হয়ে যাবে অজান্তেই!
এ আমারই দৈন্যতা -
তোমার অমিত প্রাণরসের ধারাতে মিলাইনি প্রাণ।
আমার প্রাণরস ক্ষীন এক ঝরনাধারা যেন
প্রবল প্রপাতে মিলতে চায়, তোমার যেমন।
আমার ঝরনা সেখানেই অনুভত হয়
যেখানে সব শুষ্কতায় মরাকাঠ, হিম মায়ায় হারিয়েছে চলা।
আমার ঝরনা কঠিন আবরন ক্ষয়ে ক্ষয়ে
জাগিয়ে তোলে ভেতরের প্রাণ
স্পন্দিত মুক্তধারার ছন্দে।
তারপর না হয় সে প্রাণ ছুটে চলুক অমিত প্রপাত হয়ে
দিক দিগন্ত ছাড়িয়ে কোলাহল মাতিয়ে।
একজীবনে ঝরনা হতে পারাটা কম কিসে।
আজ খটখটে রোদে ভিজছি বৃষ্টির আনন্দে
মনের শুষ্কতা লুকিয়ে রাখার চেষ্টাও বটে।
তোমার প্রবাহ হোক প্রবল থেকে প্রবলতম,
আমি রয়ে যাই বৃষ্টি বিলাসী মন নিয়ে।
২২.০৪.২০১৭