আমার স্বদেশ আজ
ধর্ষকামীদের উন্মত্ততায় ক্ষতবিক্ষত নিহত বারবার।
পুরুষতন্ত্রের ভুত আর একাত্তরের প্রেতাত্মারা
যেন খুঁজে নিচ্ছে লালসিত পুরুষত্ব,
ভর করছে অসংখ্য পুরুষের চোখে মুখে মননে।
আজ রূপা, গতকাল সাথী, গত পরশু তনু
আরও অসংখ্য নাম যোগ হচ্ছে দিনের পর দিন।
আমাকে এখন ধর্ষকামী মনে হয় প্রতিমুহূর্ত
আমি তো নেই কোন প্রতিবাদে বিক্ষোভে।
আমার রক্তে কেন ডাকে না প্রতিহিংসার বান
আমি কি অনুচ্চারিত কামোল্লাসে নিবীর্য।
এ তবে আমাদের প্রকৃত স্বরূপ
সমাজের রন্ধ্রে রন্ধ্রে সুচারু ভাবে বোনা আছে ধর্ষকাম -
যতই ঢেকে রাখি না কেন
স্যুট বুট পাঞ্জাবী টুপি লুংগি ধুতির খুটায়।
বিচারহীনতার চাটুকার সংস্কৃতি
আর সাপের পাঁচ পা দেখা আইনের ভক্ষকের দল
শাক দিয়ে মাছ ঢাকার মতো
ক্ষমতার দড়ি টেনে ঢেকে দেয় ধর্ষণ ঘটনার আলামত।
প্রতিনিয়ত আমারই লালায়িত পুরুষত্বের আধিপত্যবিস্তার আকাঙ্ক্ষায়
ধর্ষণের স্বীকার হয় আমার বোন সহপাঠী সহকর্মী সাথী কন্যা জায়া জননী।
হায়! আমার মাতৃভূমি, বাংলাদেশ।

৩০.০৮.২০১৭