স্মৃতি
………………………. পলাশ মজুমদার
মনে পড়ে যায় কত স্মৃতি হায়
যবে বসি নিরজনে থাকি
জানিনা কখন কি হলো মন
সবে দিল মোরে ফাঁকি
দুর হলো মোর জীবনের ভোর
আসিল অন্ধকার
কাহারো লাগি সারা নিশি জাগি
কাকে খুজি বারেবার ?
তবে কি সে এসে স্বপনের বেশে
ভাসায়ে স্মৃতির ভেলা
রইতে রাত্রি কেন সে যাত্রী
শেষ করে তার খেলা?
ফর্সা যখন পুর্ব গগন
শুনি ভেরবী সুর
দারুণ ব্যাথায় কাঁদে এ হৃদয়
বাঁধ ভাঙে অশ্রুর
কত রাতদিন বর্নবিহীন
আসে আর চলে যায়
আমার রাত্রি সেই সে যাত্রী
কভু নাহি আসে হায়
অস্তে রবি ধূসর সবই
শেষ হয়ে আসে বেলা
কে জানে কবে কখন হবে
হাসি কান্নার খেলা।