আকাশের নীল নীলিমায়
সবুজ তোরণ ছাড়িয়ে
দু’হাত বাড়িয়ে,
লাল হলুদ রেশম জড়ানো রথের মতো ,
কিংবা
টগবগিয়ে  ছুটে  চলা  ঘোড়ার মতো ,
দুর নীল গগনচুম্বী  অট্টালিকার
সীমানা  পেরিয়ে,
সে যেন ভেসে বেড়ায়।
সে চলে যায় অনেক দূরে
সেখানে প্রবেশ নিষেধ সবার,
সে যেন বাঁধাহীন
সে নয় কথা শোনার।