বয়ে যায়,কুলকুলস্বরে
               সুন্দর নীল জল,
           কোথা থেকে এসেছে,কোথায় যাবে?
              নেই যে কোনো ঠিকানা,
           ছোট ছোট তরী ভেসে যায়
               খুঁজে পায় না কোনো কুলকিনারা।
            একটা সুন্দর রশ্মি
               প্রতিফলিত হচ্ছে,
             যেন কোনো রাজকুমার
               আর তার রাজশাহী নৌকা ভাসছে।
            ভাসতে ভাসতে চলে যায় দূরদেশে
               কোনও এক ছদ্মবেশে।
            সুন্দর ঠান্ডা,নীলজল
             আপনবেগে পাগলপারা
                বাঁধনছাড়া।