বিদেশ ভ্রমণ করে যখন
এলাম আমি ফিরে,
সোঁদা মাটির গন্ধে আমার
প্রাণটা গেল জুড়ে।
সবুজ ধানের মাঠের পরে
সরষে ফুলের মাঠ,
চোখ জুড়িয়ে যায় যে আমার
যেন চাঁদের হাট।
টাপুর টুপুর বৃষ্টি পড়ে
টিনের চালের পর,
বৃষ্টি ভেজা পাখিরা সব
গাছের ডালে বসা।
চুপটি করে থাকে তারা
কেমন শান্ত হয়ে,
অন্ধকারে ঢেকে আছে
আকাশটা কেমন।
পাশের বাড়ির ছোট্ট চলে
শুধায় আমায় ডেকে,
কেমন যেন যাচ্ছে দেখা
আজ এ সকালটা।
বলি আমি নাগো খোকা
চেয়ে দেখ ওই,
রংধনুর রং এর মত
আমার দেশের ছবি!
২৭-১২-২০১৬