তোমাদের এ শহরে একটি যুবক এসেছে, দেখেছ তাকে?
চোখ ঢাকা চুল আর মাথা নিচু করে চলা একটি যুবক!
হয়তো দেখেছো!
শহরের এ প্রান্তর থেকে ঐ প্রান্তে ছুটে চলাই তার
নিত্যদিনের বাহানা আমি জানি সব, তোমরা তাকে দেখো নি?
সে একাকী পায়ে হেঁটে পাড়ি দেয় নিড়ালার ব্যস্ত ট্রাফিক
মানুষের সাথে তার তেমন যোগ বিয়োগ হিসেব নেই।
সে যে রাণীদিনমনী মহাশ্মশানেরর কাছে গিয়ে মাথাটা
এলিয়ে দেয় আকাশে, মাথার কালো বাদামি চুলের মতো-
উড়তে থাকে রাণীদিনমনী শ্মশানের চিতাভস্মের ছাই।
তোমাদের এ শহরে একটি যুবক এসেছে,একটি যুবক?
সে রাতভর উদবিগ্নতা নিয়ে এপাশ ওপাশ রাত কাঁটায়।
সে যে জীবনের নানা উদভট সমীকরণ মিলাতে চায়।