আমার একটি বন্ধু আছে -নিমগাছ!
সে জানে আমি তোমায় কতটাই না ভালোবাসি।
জানো আমার একটি হাতল ভাঙা চেয়ার আছে!
সেও জানে আমি তোমায় ভালোবাসি।
জানো আমি তোমায় নিয়ে প্রত্যাহ কাব্য বাঁধাই
ঐ যে নিম বন্ধুর নিচে,সেই হাতল ভাঙা চেয়ারে বসে।
নিমের চিরল পাতা আর ফুল ঝড়ে তোমার কাব্য বাহারে
হাতল ভাঙা চেয়ারটাও তখন সুরেলা হয়।
জানো, -না তুমি তো কিচ্ছুই জানো না।
তোমায় নিয়ে কাব্য লিখি, আবার ভালোও বাসি
নাহ, তুমি এগুলো কিচ্ছু জানো না -তোমাকে তো বলাই হয়'নি।
তুমি জেনে নিয়ো, বুঝে নিয়ো তুমি!
না হয় তুমি প্রশ্ন করো আমার অনুপস্থিততে-
আমার বন্ধু নিমগাছ আর ঐ হাতল ভাঙা প্রিয় চেয়ারকে।
কতটা'যে ভালো বেসেছি তোমায়।
২৫শ্রাবণ ১৪২৭