দেখে আবার এসেছে ভরা এ পূর্ণিমা-
গাছের পাতার জেগে উঠেছে আবার,
তুমি নেই আমারই পাশে অরুনিমা
চাঁদের আলোয় ছায়া পড়েছে সবার।
দেখো জোনাকিরা নেচে নেচে যাচ্ছে উড়ে-
আকাশের পানে আজ তারাদের মেলা,
বাতাসে যে ভাসে গান বেদনার সুরে
তুমিহীন কেঁটে যায় আমার এ বেলা।
তুমি ছিলে আমার এ প্রাণ ভর জুরে,
তুমি আছো এখনো যে আমাদের মাঝে-
তুমি আজ পরী হয়ে সীমাহীন দূরে,
তারা হয়ে লেগে আছো আকাশের সাজে।
তাই আমি পূর্ণিমার রাতে থাকি জেগে,
তুমি যদি একা হয়ে যাও খুব রেগে !
১৫আষাঢ় ১৪২৭; ভিয়াইল