আমার ঘুম ভাঙাতে এসো না কেউ!
এ ঘোর কাঁটবে না আমার মহাকালে।
এ জীবন দেখবে না আর সোনা ভোর!
তিলেতিলে নিবে আসুক জীবনের-
আলো, জীবনে নেমে আসুক অন্ধকার।
আমার ঘুম ভাঙবে না এ মহাকালে!
আমার জবান স্পষ্ট হবে না আর-
কোনো দিন তোমাদের মিলন দিনে।
আমাকে ক্ষমা করো আহারের চির-
সঙ্গী-সঙ্গিনীরা, আমাকে বৈরাগ্য করো।
আমাকে আর পিছনে টেনে নিয়ো না!
আমাকে কিঞ্চিৎ মৌনতা দান করো।
আমাকে একটু সময় দাও, আমাকে-
আমি গুটিয়ে নিবো তোমাদের থেকে।
সত্যি বলছি সময় দাও, যাবো হারিয়ে।
আমাকে সর্ব-দায় থেকে মুক্ত করো।
আমাকে একটু স্বাধীনতা দানো সবাই-
আমাকে তোমাদের থেকে মুক্তি দাও।
আমার ঘুম ভাঙবে না এ মহাকালে -
আসবে না জীবনের দ্বার বেয়ে ঊষসী।