মাথার ভেতর জট পোকারা বাসা বাঁধছে
ছিঁড়ে খাচ্ছে মস্তিষ্ক জ্ঞান বুদ্ধি-
সব কিছুকে।
মাথার ভেতর বসে কে জানি ঐ কাঁদছে।
মাথাটা ঝাঁকি দেই এপাশ থেকে ওপাশে নেই
তবু কিছুতে-
আগের মতো যে আর চলে না, পোকাটা হাসে।
তো একদিন ইচ্ছে হলো পোক দেখার-
পোকাটা ছুঁতে।
যখনই হাত বাড়িয়ে ছুঁই ছুঁই এমন ভাব
তখন দেখি এ-তো পাকা না, চুপটি করে
খাচ্ছে গিলে-
নতুন রূপে কাঁথার মিলে কি যে তাহার ক্ষেম
মাথার ভেতর করছে বাসা যুবা কালের প্রেম।
১৪মাঘ ১৪২৭; পৌলমী