রমজান যে যাচ্ছে চলে উঠার বাকি ঈদের চাঁদ,
কেমন হবে এবার ঈদে কোলাকুলি মুলাকাত?
নতুন কাপড় জামা-কুর্তা হলো না যে কেনাকাটা,
খোকা খুকি বলছে কেঁদে ঈদ যে এবার সাদামাটা!
মুরুব্বিরা বলছে শুধু কেমন হবে ঈদের দিন?
শহর থেকে লোক যে এসে মহামারি দিবে ঋণ।
ঈদের জামাত হবে কি ভাই আগের মতো করে?
নাকি এবার ঈদের নামাজ পড়তে হবেই ঘরে?
বিজ্ঞ লোকে বলছে তারা, হও সচেতন জনবল,
ঈদ পাবে বেঁচে থাকলে, এবার না হয় ঘরে চল!
করোনা'টা যাক চলে যাক সেটাই তো বিশ্ব ঈদ,
ঘরে ঘরে বাজবে বাঁশি, সেদিন হবে খুশির নিঁদ