ব্যস্ত শহরের পথ পাড়ি দিবো হেঁটে-
কত ড্রিম লাইলের আলো পড়বে চোখে!
কত রাত-দিন যাবে অনাহারে কেঁটে,
বখাটেরা কত বার পথ দিবাে রোখে।
আমি কাতর চোখটায় শুধু রবো চেয়ে-
কোনো এক তেপথের মোড়ে-থেকে খাড়া,
অল্প বয়সের দুটি পুলিশের লোক-
হাজারটা প্রশ্ন আমায় করে নিবে জেরা-
অবশেষে ছেড়ে দিবে দেখে নানা শোক।
আবার চলবো সে পিচ ডালা পথ বেয়ে।
চারিদিকে ল্যাম্পপোস্টের মৃদু জুজু আলো,
রাস্তার পাশে বস্তিতে রূপহীনা তরুণী-
চোখের ইশার দিয়ে আমায় চমকালো!
যেনো ডাকছে, আমি চোখ মেলে- করছি ঋণী।
এখন আমায় খেয়ে নিবে ভাগ করে-
ব্যস্ত শহরের পথে ভালোবাসা নেই-
চট গায়ে সুয়ে আছে টুকাই বালক!
এ ব্যস্ত শহরে প্রেম হয় না মোটেই।
চোখে শ্রীহীনা তরুণী দেয় যে ঝলক-
কিছু ভালোবাসা কেনা যায় সস্তা দরে
২৭আষাঢ় ১৪২৭;